এবার 'গেমস অব অযোধ্যা' এবিভিপির কোপে, পরিচালক, প্রযোজকের হাত কাটলে ১ লক্ষ টাকা পুরস্কার!
Web Desk, ABP Ananda
Updated at:
01 Dec 2017 09:26 PM (IST)
আলিগড় (উত্তরপ্রদেশ): 'গেমস অব অযোধ্যা' এবার এবিভিপির কোপে। 'পদ্মাবতী'-কে ঘিরে বিতর্কের মধ্যেই নতুন এই ছবির পরিচালক, প্রযোজকের হাত কেটে নিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আরএসএস অনুগামী ছাত্র গোষ্ঠী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা অমিত গোস্বামী। 'পদ্মাবতী'-র পরিচালক সঞ্জয় লীলা বনশালি, ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ১০ কোটি টাকা মাথার দাম ঘোষণা করেছে কেউ কেউ। যাদের মধ্যে আছেন বিজেপির নেতাও।
গোস্বামীর সাংবাদিক সম্মেলনে দাবি, গেমস অব অযোধ্যা ছবিতে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ব্যাপারে বিতর্কিত ইতিহাস তুলে ধরা হয়েছে যা হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে। ছবিটিতে কয়েকজন প্রথম সারির বিজেপিকে বাবরি ভাঙার জন্য অন্যায় ভাবে দোষী বলে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন গোস্বামী। হুঁশিয়ারিও দেন, ছবিটি মুক্তি পেতে দেওয়া হলে যারা তা দেখবে, তারা আর যেসব থিয়েটারে দেখানো হবে, তাদের মালিকরা যেন নিজেদের দায়িত্বে তা করেন। নিজেদের প্রাণের দায় কিন্তু তাদেরই নিতে হবে।
ছবিটির প্রযোজক তাঁর সামনে এলে তাঁকে গুলি করতে তিনি দ্বিধা করবেন না বলেও জানান এবিভিপি নেতাটি। ঘটনাচক্রে প্রযোজক হলেন আলিগড়ের লোক, রাষ্ট্রীয় লোকদলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য।
হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক সঞ্জু বাজাজও এক বিবৃতিতে প্রযোজকের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -