নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষায় টুইট করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তাঁর ভাষাপ্রয়োগের তীব্র সমালোচনা করেছে বিজেপি, টুইটার দুনিয়া দাবি করেছে, মণীশের হয়ে সনিয়া গাঁধীকে ক্ষমা চাইতে হবে।

এর আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ও মণিশঙ্কর আয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই তালিকাতেই নবতম সংযোজন মণীশ তিওয়ারি। দেখুন মণীশের সেই টুইট




এই টুইটের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তাঁর অভিযোগ, পরের পর হারের জেরে কংগ্রেস নেতৃত্ব মানসিক স্থিতি খুইয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর যুক্তিসঙ্গত বিরোধিতা করার কথা খুঁজে না পেয়ে অশ্লীল ভাষা ব্যবহার করছে তারা।

আবার সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, রাহুল গাঁধী যে কোনও সময় যে কোনও কথা বলতে পারেন, তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু মণীশ তিওয়ারি তো ভদ্র ও সংবেদনশীল বলে পরিচিত, তিনি এমন কথা বলতে গেলেন কেন। তাঁর ধারণা, অন্য কেউ এ ব্যাপারে বুদ্ধি জুগিয়েছে কংগ্রেস নেতৃত্বকে।

সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই মন্তব্যের জন্য ধিক্কৃত হয়েছেন মণীশ।












পরে এ ব্যাপারে কয়েকটি টুইট করেন তিনি। তাতে বলেন, বিদেশে গিয়ে জাতীয় সঙ্গীত চলাকালীন প্রধানমন্ত্রী হাঁটছিলেন, সে ব্যাপারে তাঁর ওই প্রতিক্রিয়া।