লখনউ: মাসখানেক আগেই বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী সম্পর্কে অশালীন মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহ। পরে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। তাতেও অবশ্য বিশেষ শিক্ষা হয়নি বহিষ্কৃত এই বিজেপি নেতার। ফের আবার মায়াবতীকে সারমেয়র সঙ্গে তুলনা করে, দয়াশঙ্কর উস্কে দিলেন নয়া বিতর্ক।
উত্তরপ্রদেশের মৈনপুরীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দয়াশঙ্কর বলেন, মায়াবতী বাস্তবে একজন ভীতু মহিলা এবং রাস্তার সারমেয়দের মতো তাঁর চরিত্র। এরপর তিনি আরও বলেন, কুকুরের মতো তিনি দুরন্ত গতিতে ছুটে চলা গাড়ি দেখলে, তার পিছনে দৌড়োয়, কিন্তু যখন গাড়িটি থেমে যায় তখন সারমেয়র মতো মায়াবতীও থমকে যান নিজের জায়গায়।
দয়াশঙ্করের বিএসপি নেত্রীর বিরুদ্ধে এই মন্তব্য ফের এক নয়া বিতর্কের সৃষ্টি করল। কিন্তু এরপরই পরিস্থিতি বেগতিক দেখে, তিনি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দয়াশঙ্কর বলেন, তিনি মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করেননি। কার্যত বিএসপি নেত্রী এবং তাঁর দলই, তাঁদেরকে সারমেয়র সঙ্গে তুলনা করেছেন।
জুলাইয়ে বিএসপি নেত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে জেল হয়েছিল দয়াশঙ্করের। গতমাসে স্থানীয় এক আদালতে ব্যক্তিগত জামিনে মৌ জেল থেকে মুক্তি পান দয়াশঙ্কর।
প্রসঙ্গত, সেবারে দয়াশঙ্কর বলে ছিলেন মায়াবতী যৌন কর্মীর চেয়েও অধম। যে যত বেশি টাকা দেয়, বিএসপি নেত্রী তাঁকেই নির্বাচনী টিকিট বেচে দেন। কাঁসিরামের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছেন মায়াবতী। এর প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করে বিএসপি সমর্থকরা। এরপরই বিজেপি থেকে বহিষ্কার করা হয় দয়াশঙ্করকে।
মায়াবতীকে সারমেয়র সঙ্গে তুলনা করে ফের বিতর্কে দয়াশঙ্কর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2016 04:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -