এবার এবিপি লাইভ অ্যাপে এল ‘এবিপি অস্মিতা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2016 09:43 AM (IST)
এবিপি লাইভ অ্যাপ পরিবারের নতুন সদস্য হল ‘এবিপি অস্মিতা’। এটি গুজরাতি ভাষার চ্যানেল। ‘এবিপি অস্মিতা’ এবিপি লাইভ অ্যাপে দেখতে হলে হোম সেকশনে গিয়ে চ্যানেল সিলেক্ট করুন। ‘এবিপি আনন্দ’ (বাংলা) ‘এবিপি নিউজ’ (হিন্দি) ‘এবিপি নিউজ’ (ইংরেজি), ‘এবিপি মাঝা’ (মরাঠি), ‘এবিপি সাঞ্ঝা’ (পঞ্জাবি)-র পর এবিপি লাইভ অ্যাপে নয়া সংযোজন ‘এবিপি অস্মিতা’।