নয়াদিল্লি: শহরের রাস্তায় চষে বেড়াতে আকছার এদের দেখা মেলে। এবার সেই দামী স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)-কে ভারত-চিন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। লক্ষ্য, দুর্গম পার্বত্য অঞ্চলে আইটিবিপি বাহিনীর যাতায়াতের এই গাড়িগুলির উপযোগিতাকে কাজে লাগানো।


ইতিমধ্যেই, দুটি টয়োটা ফর্চুনার এবং দুটি ফোর্ড এন্ডিভারকে যথাক্রমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উঁচুতে অবস্থিত লাদাখ সেক্টরের বুর্তসে ও দুঙ্গটি এবং ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত অরুণাচল প্রদেশের মেনচুকায় মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, প্রতিটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আজ পর্যন্ত ফরোয়ার্ড পোস্টে (সীমান্ত অঞ্চল) মোতায়েন কোনও বাহিনীর জন্য এত দামী এসইউভি কখনই ব্যবহার করা হয়নি।

কিন্তু, কেন এত দামী এসইউভি কেনার সিদ্ধান্ত নিল আইটিবিপি? বাহিনীর ডিজি কৃষ্ণ চৌধুরী জানান, এমনিতে আইটিবিপি-র জওয়ানরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন এসইউভি ব্যবহার করে আসছে। কিন্তু, দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত বাহিনী মোতায়েনের জন্য শক্তিশালী ইঞ্জিন-বিশিষ্ট এই গাড়িগুলির প্রয়োজন হয়ে পড়ে।

গাড়িগুলির অপব্যবহার রুখতে আইটিবিপি-র তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, একমাত্র অপারেশনাল টাস্ক (অভিযান বা প্যাট্রলিং)-এর সময় এই এসইউভিগুলি ব্যবহার করবেন জওয়ান ও অফিসাররা।