হায়দরাবাদ: রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মার পর এবার হায়দরাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবশঙ্কর রাও। গরুকে মাতৃত্বের প্রতীক এবং পবিত্র জাতীয় সম্পদ বলে উল্লেখ করলেন বিচারপতি শিবশঙ্কর। তাঁর পরামর্শ, গোহত্যা বা গরুকে আহত করার ঘটনা জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হোক।


এ বছরের ফেব্রুয়ারিতে তেলঙ্গানার নালগোন্ডা জেলার কাঞ্চনপল্লী গ্রামে এক গবাদি পশু ব্যবসায়ী রামবত হমুনার বাড়ি থেকে ৬৩টি গরু এবং দুটি ষাঁড় বাজেয়াপ্ত করে পুলিশ। সেই গবাদি পশুগুলি ফেরত দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি শিবশঙ্কর। তিনি বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারা অনুসারে গোহত্যা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হোক। অন্ধ্রপ্রদেশের গোহত্যা বন্ধ করা এবং প্রাণী সংরক্ষণ আইন সংশোধন করা হোক। কোনও চিকিৎসক স্বাস্থ্যবান গবাদি পশুকে বৃদ্ধ এবং জবাই করার উপযুক্ত বলে শংসাপত্র দিলে, তাঁকেও সাজা দেওয়া হোক।

সুপ্রিম কোর্টের একটি রায় উল্লেখ করে বিচারপতি শিবশঙ্কর বলেছেন, উৎসবের সময় শুধু স্বাস্থ্যবান পশু হত্যা করা মুসলিমদের মৌলিক অধিকার নয়। তিনি দাবি করেছেন, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গির, আহমেদ শাহের মতো সম্রাটরাও ধর্মীয় কারণে গোহত্যা নিষিদ্ধ করেছিলেন। তাই গোহত্যায় কঠোর শাস্তি দেওয়া উচিত।