লখনউ: পরনে কালো জোব্বা ও মাথায় কালো উষ্ণীশ। এতদিন দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এটাই চিরাচরিত পোশাক। চলে আসছে সেই ব্রিটিশ আমল থেকেই।
এবার সেই প্রথা থেকে বেরিয়ে এসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার বলিষ্ঠ পদক্ষেপ নিল আইআইটি কানপুর। প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা কুর্তা, পাজামা ও চুড়িদার পরে আসতে পারবেন।
এপ্রসঙ্গে, আইআইটি কানপুরের ডিরেক্টর অধ্যাপক ইন্দ্রনীল মান্না বলেন, প্রথমবার ব্রিটিশ আমলের গাউন ও হেডগিয়ার পরিত্যাগ করে কুর্তা-পাজামা-চুড়িদার করে অনুষ্ঠানে হাজির হবেন পড়ুয়ারা।
তিনি আরও জানান, বিভাগ অনুযায়ী বিভিন্ন রঙের স্টোল পরতে হবে পড়ুয়াদের। এমনকী, কালো জুতোও পরতে হবে না। পোশাকের সঙ্গে মানানসই চামড়ার চপ্পল পরতে পারবেন তাঁরা।
আগামী ১৫ ও ১৬ জুন এই সমাবর্তন অনুষ্ঠান হবে। যেখানে প্রায় ১৬০০ পড়ুয়া তাঁদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র গ্রহণ করবেন। তাঁদের হাতে এই শংসাপত্র তুলে দেবেন টাটা সন্স-এর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ।
প্রসঙ্গত, আইআইটি-কানপুরের স্বর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। তা মাথায় রেখে সমাবর্তন অনুষ্ঠানে সোনালী রঙের রোব পরতে দেখা যাবে অধ্যাপকদের।