মোদী-মূ্র্তির নাক ভাঙল উত্তরপ্রদেশের মন্দিরে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2018 05:12 PM (IST)
এলাহাবাদ: বাদ গেল না নরেন্দ্র মোদীর মূর্তিও। গত কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি জায়গায় মণীষীদের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে শোরগোল চলছে। ত্রিপুরায় ভোটে জিতে ক্ষমতায় আসা বিজেপি কর্মীরা লেনিনের মূ্র্তি বুলডোজারের আঘাতে ভেঙে দেওয়ার পর পাল্টা কলকাতায় জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও ভাঙচুর করে তাতে কালি লেপে দিয়েছে একদল পড়ুয়া। তামিলনাড়ুতে লাঞ্ছিত হয়েছে পেরিয়ারের মূর্তি। ভাঙা হয়েছে বি আর অম্বেডকর মূর্তি। কেরলে ভাঙচুর হয়েছে জাতির জনক মহাত্মা গাঁধীর মূর্তিও।
এবার উত্তরপ্রদেশে কৌসম্বীর ভগবানপুর বহুগারা গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন এক মন্দিরে বসানো প্রধানমন্ত্রী মোদীর মূর্তি ভাঙচুর হয়েছে দেখার পর। তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করবেন। ২০১৪-র লোকসভা ভোটের আগে মন্দিরে ওই মূর্তি বসান স্থানীয় বিজেপি নেতা ব্রজেন্দ্র নারায়ণ মিশ্র। গ্রামবাসীরা দেখতে পান, কে বা কারা মোদী মূর্তির নাক ভেঙে দিয়েছে! এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে বলে দাবি তাঁদের।
সরাই আকিল থানার স্টেশন হাউস অফিসার উমাশঙ্কর যাদব অবশ্য ওই মূর্তি ভাঙার খবর তাঁরা জানেন না বলে দাবি করেন।
লেনিনের পর শ্যামাপ্রসাদ, পেরিয়ার, অম্বেডকরের মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, এমন গুন্ডাবাজি বরদাস্ত করা হবে না। স্বয়ং প্রধানমন্ত্রী এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, কোনওমতেই এসব মানবে না সরকার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -