চেন্নাই: বেড়াতে যাওয়ার অন্যতম প্রধান প্রতিবন্ধক আকাশ ছোঁয়া হোটেল খরচ অবশ্যই। বেলা ১২টায় আপনি চেক আউট করলেও গোটা দিনের ভাড়া ধরে নেবে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু বদলাচ্ছে সেই পরিস্থিতি। কিছু হসপিটালিটি চেন হোটেল ভাড়া দিচ্ছে ঘণ্টার হিসেবে।
তীর্থযাত্রীরা অনেকেই এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার পথে তিন-চার ঘণ্টার জন্য হোটেলে ঘর বুক করেন। অথচ গুণতে হয় গোটা দিনের ভাড়া। এখন তাই অনেক হোটেল দু-তিন ঘণ্টার প্যাকেজ ভাড়া দিচ্ছে। অর্থাৎ এক রাতের জন্য যদি আপনাকে ২,৬৩৭ টাকা গুণতে হয়, ২ ঘণ্টা হোটেলে কাটাতে দিতে হবে ৬৩০ টাকা।
বিমানবন্দর, রেল স্টেশন ও তীর্থক্ষেত্রর কাছে অনেক ছোট বড় হোটেলই এই ব্যবস্থা চালু করেছে। তারা জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সকালবেলা ঘর ছেড়ে দিচ্ছেন অতিথিরা আর তা ফের বুক হচ্ছে সন্ধের সময়। তাই মাঝের সময়টার জন্য ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়া চলছে হোটেল। নতুন পন্থা চালু করার পর গত ৩ মাসে এই সময়টা ১০০ শতাংশ বুকিং বেড়েছে বলে জানাচ্ছে হোটেল কর্তৃপক্ষ।
তিরুপতির মত তীর্থক্ষেত্র, যেখানে সারা বছর লেগে থাকে ভক্তদের ভিড়, সেখানে ২-৩ ঘণ্টার জন্য ২৯৯ টাকায় হোটেলের রুম পাওয়া যাচ্ছে।
আগামী দিনে এই প্রথার আরও বাড়বাড়ন্ত হবে বলে আশা করছে ট্রাভেল সংস্থাগুলি।
বেড়াতে যাচ্ছেন? হোটেল ভাড়া দিন ঘণ্টার হিসেবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 11:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -