পটনা: এবার ঘরে বসেই পেয়ে যাবেন গঙ্গোত্রী থেকে আনা পবিত্র গঙ্গাজল। সৌজন্য ডাকবিভাগ।


সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই মর্মে পটনায় একটি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় গঙ্গোত্রী ও ঋষিকেশ থেকে আনা পবিত্র গঙ্গাজল ডাক বিভাগের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে গ্রাহকের কাছে। তাও একেবারে নামমাত্র মূল্যের বিনিময়ে।

এদিন বিহারের রাজধানীতে এই প্রকল্পের শুভসূচনা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী মনোজ সিংহ। প্রসাদ জানান, মে মাসের শেষের দিকে এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। মনোজ সিংহ জানান, এই প্রকল্পের সাফল্যের একটা বড় অংশ নির্ভর করছে ডাক বিভাগের ওপর।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইট গোমুখ থেকে নেওয়া এক বোতল গঙ্গাজলকে প্রায় ৩০০ টাকায় বিক্রি করছে।