নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে জনসভায় যোগ দেওয়ার পরের দিনই ফের তাঁকে আক্রমণ করলেন অভিনেতা প্রকাশ রাজ। ট্যুইটারে তাঁর কটাক্ষ, ‘২০১৪ সালে প্রমিস টুথপেস্ট বিক্রি হয়েছিল। দাঁত মাজার কথা ভুলে যান, এটা পীড়িত কৃষক, বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে পারেনি। আপনারা কি মনে করেন, গতকাল কর্ণাটকের জনসভায় যে প্রমিস টুথপেস্ট বিক্রি হয়েছে, সেটা হাসি আনতে পারবে?’



গতকাল বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে এক জনসভায় কর্ণাটকের শাসক দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘কংগ্রেস কর্ণাটকে ধ্বংসলীলা চালিয়েছে। স্বাধীনতার এত বছর পরেও কর্ণাটকের সাত লক্ষ বাড়িতে বিদ্যুৎ নেই। এর জন্য সিদ্দারামাইয়া সরকারই দায়ী। কেন্দ্রের বরাদ্দ করা অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য সরকার। কর্ণাটক থেকে কংগ্রেস সরকারের বিদায় সময়ের অপেক্ষা।’

কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদী বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে।

কর্ণাটকে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। তার আগে আগে বেঙ্গালুরুর এই জনসভা থেকে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তবে তাঁর স্বঘোষিত বিরোধী প্রকাশ ফের তোপ দাগলেন।