নয়াদিল্লি: গোটা দেশে রেলওয়ের প্রায় ১২,০৬৬ একর জমি অব্যবহৃত পড়ে রয়েছে। সেই জমি হয় কিনে নিন নয়তো উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিনিময় করুন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য সরকারকে রেলওয়ে বোর্ড এই চিঠি দিয়েছে। এ রাজ্য ছাড়াও চিঠি পেয়েছে গুজরাত, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পঞ্জাব, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও অসম। তাতে বলা হয়েছে, চাইলে এই জমিতে রাস্তাঘাট বানাতে পারে রাজ্যগুলি বা অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। তবে তা বাজার দরে কিনে নিতে হবে, হস্তান্তরের দিন যে দাম থাকবে দিতে হবে সেই দাম। পাশাপাশি বিনিময়ের মাধ্যমেও রেলওয়ের জমি নিতে পারে রাজ্য সরকার, তাতে উন্নয়নমূলক কাজ করতে হবে। রেল জানিয়েছে, লাইন নির্মাণের জন্য এই সব জমির বেশিরভাগই অধিগ্রহণ করে তারা। কিন্তু মিটারগেজ বা ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের পরেও বহু জমি অব্যবহৃত পড়ে রয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও অসমে এভাবেই ১০০ বছরের বেশি সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে জমি। জানা গিয়েছে, যদি রাজ্য সরকারগুলি এই জমি ব্যবহারে উৎসাহী হয় তবে রেলের হাজার হাজার কোটি টাকা রোজগার হতে পারে। এ ব্যাপারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে প্রস্তাব পাঠানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছে তারা।