কয়েকজন সাংবাদিক সহ বেশ কিছু নামীদামী ব্যক্তিত্ব হোয়াটসঅ্যাপে কুরুচিকর, অশালীন বার্তা, হুমকি পাওয়ার অভিযোগ তোলায় শোরগোল উঠেছে। সেই প্রেক্ষাপটেই এই উদ্যোগ টেলিকম মন্ত্রকের। গত ১৯ ফেব্রুয়ারির এক আদেশে মন্ত্রক বলেছিল, লাইসেন্সের শর্তেই বলা আছে, হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কে কোনও আপত্তিকর, অশালীন, অনুমোদনহীন কনটেন্টের প্রচার চলবে না। সব টেলিকম পরিষেবা দেওয়া সংস্থাকে বলা হয়েছিল, যেসব খদ্দের, গ্রাহক এমন মেসেজ পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কেননা গ্রাহক আবেদনের ফর্মে কাস্টমার ডিক্লেয়ারেশনেরও পরিপন্থী এমন বার্তা। হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা, হুমকি? স্ক্রিনশট তুলে পাঠান টেলিকম মন্ত্রকে, বিস্তারিত জানুন
Web Desk, ABP Ananda | 22 Feb 2019 03:39 PM (IST)
নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে আপত্তিকর, আক্রমণাত্মক মেসেজ পেলে সুরাহা চেয়ে টেলিকম মন্ত্রকে অভিযোগ দায়ের করা যাবে। জনৈক শীর্ষ সরকারি আধিকারিক এ ব্যাপারে জানিয়েছেন, এই অন্যতম প্রধান বার্তা লেনদেন করা অ্যাপে আসা কোনও বার্তায় কেউ যদি ক্ষুব্ধ, আহত বোধ করে থাকেন, তাঁকে স্রেফ নিজের মোবাইল নম্বর দিয়ে সেই বার্তার স্ক্রিনশট তুলে ccaddn-dot@nic.in.-এ ইমেল করতে হবে। টেলিকম মন্ত্রকের কমিউনিকেশন সংক্রান্ত কন্ট্রোলার আশিস জোশী ট্যুইট করেছেন, হোয়াটসঅ্যাপে কেউ গালিগালাজ, অশালীন, কুরুচিকর, আক্রমণাত্মক বার্তা, প্রাণহানির হুমকি পেলেই তার স্ক্রিনশট পাঠান। আমরা টেলিকম অপারেটর, পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করব যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।