নয়াদিল্লিঃ এমন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত বিমানযাত্রীরা। আকাশে উড়তে উড়তে সাজগোজের সরঞ্জাম, ঘর-গেরস্থালির হরেকরকম কিংবা হাইএন্ড লাইফস্টাইল প্রোডাক্ট, সবই মেলে রেজিস্টারড বিক্রেতাদের কাছে। কিন্তু এবার এমন অভিজ্ঞতা হতে পারে ট্রেনে চড়লেও। ওয়েস্টার্ন রেলওয়ের মুম্বই শাখা ১৬টি মেল ও এক্সপ্রেস ট্রেনে এই সুবিধা আনতে ৫ বছরের চুক্তি করেছে একটি বেসরকারি সংস্থার সঙ্গে। এ কথা জানিয়েছেন রেল মন্ত্রকের একজন গুরুত্বপূর্ণ আধিকারিক।
ট্রেনের যাত্রীরা সফর কালেই কিনতে পারবেন পছন্দসই সাজগোজের জিনিস থেকে গৃহস্থালীর আধুনিক সরঞ্জাম। যদিও এই সংস্থা কোনওভাবেই ট্রেনে খাবার-দাবার, সিগারেট, গুটখা বা অ্যালকোহল জাতীয় জিনিস বিক্রি করতে পারবে না। এই চুক্তি হয়েছে সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে।
রীতিমতো ধোপদুরস্ত ইউনিফর্ম পরে সেলসম্যানদের দেখা যাবে। পেমেন্ট করা যাবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমেও। সকাল ৮টা থেকে রাত ৯টা অবধি চলবে বিক্রিবাটা। তবে হকারদের হাঁকডাক নয়, ঝাঁ চকচকে ক্যাটালগ দেখেই প্রোডাক্ট বেছে নেবেন যাত্রীরা।
প্রথম দফায় পরীক্ষামূলক ভাবে দুটি ট্রেনে এই ব্যবস্থা চালু হবে।
প্লেনের মতো রূপচর্চা সামগ্রী, ঘর সাজানোর জিনিস, রান্নাঘরের টুকিটাকি কেনা যাবে এবার ট্রেনেও
Web Desk, ABP Ananda
Updated at:
20 Dec 2018 03:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -