এবার ভোডাফোনেও আনলিমিটেড কলের সুবিধা, সঙ্গে ডেটাও
ABP Ananda, web desk | 10 Dec 2016 07:45 AM (IST)
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র সঙ্গে টক্কর দিতে এবার টারিফ-যুদ্ধে ভোডাফোনও। এর আগেই এয়ারটেল ও আইডিয়া তাদের প্রিপেড গ্রাহকদের জন্য দেশজুড়ে আনলিমিটেড কলিং স্কিম চালুর ঘোষণা করেছে। এবার এরই পথে হাঁটল ভোডাফোনও। প্রিপেড গ্রাহকদের জন্য ভোডাফোনের এই আনলিমিডেট কল স্কিম শুরু হচ্ছে ১৪৪ টাকায়। ১৪৪ টাকা রিচার্জ করলে দেশের যে কোনও স্থানে ভোডাফোন থেকে ভোডাফোনে যতখুশি কথা বলা যাবে। সঙ্গে পাওয়া যাবে ৫০ এমবি ডেটা। এর ভ্যালিডিটি ২৮ দিনের। অন্যদিকে, ৩৪৪ টাকার স্কিমে ভোডাফোন থেকে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। ন্যাশনাল রোমিংও ফ্রি। সেইসঙ্গে পাওয়া যাবে ১ জিবি ৪ জি ডেটা। ভোডাফোনের চিফ কমার্শিয়াল অফিসার সন্দীপ কাটারিয়া জানিয়েছে, ২ জি, ৩জি এবং ৪জি সহ সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত বিএসএনএলও ১৪৯ টাকারও কমে প্রিপেড স্কিমে আগামী জানুয়ারি থেকে সমস্ত নেটওয়ার্কে নিখরচায় কলের সুবিধা দেওয়া নিয়ে বিবেচনা করছে বলে জানা গিয়েছে।