সন্ত্রাসবাদ মোকাবিলায় সীমান্ত পেরোতেও এখন আমরা দ্বিধা করি না,বালাকোটের বর্ষপূর্তিতে রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2020 01:23 PM (IST)
রাজনাথের ট্যুইট, ‘বালাকোটে বায়ুসেনার হামলার আজ এক বছর পূর্ণ হল। এটা ছিল নির্ভীক ভারতীয় বায়ুসেনার আকাশপথের যোদ্ধাদের সফল সন্ত্রাসদমন অভিযান। বালাকোটে বায়ুসেনার সাফল্যের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্তিশালী ইচ্ছাশক্তির বিষয়টি তুলে ধরেছে’।
নয়াদিল্লি: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে রক্ষা করতে আমরা এখন আর সীমান্ত পেরোতেও ইতস্তত করি না’। এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বালাকোটে বিমান হামলাকে ‘নির্ভীক ভারতীয় বায়ুসেনার আকাশপথের যোদ্ধাদের সফল সন্ত্রাসদমন অভিযান’ আখ্যা দিয়ে ওই মন্তব্য করেছেন রাজনাথ। রাজনাথের ট্যুইট, ‘বালাকোটে বায়ুসেনার হামলার আজ এক বছর পূর্ণ হল। এটা ছিল নির্ভীক ভারতীয় বায়ুসেনার আকাশপথের যোদ্ধাদের সফল সন্ত্রাসদমন অভিযান। বালাকোটে বায়ুসেনার সাফল্যের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্তিশালী ইচ্ছাশক্তির বিষয়টি তুলে ধরেছে’। প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় বায়ুসেনার ‘অতুলনীয় সাহস ও নির্ভীকতা’কে কুর্ণিশ জানিয়েছেন। রাজনাথ বলেছেন, ‘আগের সরকারগুলির থেকে নরেন্দ্র মোদির সরকার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। এখন আমরা সন্ত্রাসবাদ থেকে ভারতকে রক্ষা করতে সীমান্ত পার হতেও দ্বিধা করি না’। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলের জন্য প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইক ও ২০১৯-এর বালাকোট স্ট্রাইক এই পরিবর্তনের প্রমাণ। রাজনাথ বলেছেন, নিঃসন্দেহে এক নতুন ও আত্মবিশ্বাসী ভারত গড়ে উঠছে। উল্লেখ্য, গত বছর আজকের দিনে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে আক্রমণ চালিয়েছিল।