নয়াদিল্লি : সবেমাত্র স্টেশনে পা দিয়েছেন, আর ঠিক তখনই ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। অথচ তখনও টিকিট কাটা হয়নি। এমন পরিস্থিতিতে অনেকেই পড়েছেন। অনেক সময় জরুরি পরিস্থিতিতে তো টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছেন, এমন ঘটনাও ঘটেছে। কিন্তু এটা বেআইনি। সেক্ষেত্রে টিটিই-র হাতে ধরা পড়লে জরিমানা বা অন্য সাজা পেতে হয়। এবার থেকে এ ধরনের পরিস্থিতি নিয়ে চিন্তার কোনও কারণই নেই। তাড়াহুড়োয় টিকিট কাটতে পারেননি, এমন যাত্রীদের সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। ওই ব্যবস্থা অনুযায়ী, জরিমানা বা অন্য কোনও সাজার ভয় থাকবে না। রেলওয়ে যাত্রীদের জন্য নয়া সুবিধা চালু করছে। যাত্রীরা শুধু সামান্য কিছু অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট কিনতে পারবেন।এই টিকিট দেওয়ার জন্য টিটিই-র সঙ্গে থাকবে হাত মেশিন।
এজন্য ট্রেনে উঠেই টিটিই-কে জানাতে হবে যে, টিকিট কেনা হয়নি। এরপর মেশিনে নাম ও গন্তব্য স্থান দিলেই টিকিট বেরোবে।
এই ব্যবস্থায় চেকিংয়ের সময় ধরা পড়া যাত্রীদের কোনও সুরাহা হবে না। গত এপ্রিল থেকে রাজধানী, গরিব রথ, মেল ও সুপারফাস্ট ট্রেনে এই ব্যবস্থা চালু হয়েছে।
টিটিই-র হাতে থাকা ওই মেশিন রেলের যাত্রী আসন সংরক্ষণ সিস্টেমের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে। ওয়েটিং তালিকায় থাকা যাত্রীদের আসন বরাদ্দর পরও যদি কোনও আসন খালি থাকে তা ওই মেশিনে জানা যাবে।