নয়াদিল্লি: হৃদরোগ, ক্যানসার, ত্বক ও ব্যথাবেদনা সংক্রান্ত ৫১টি অত্যাবশ্যক ওষুধের দাম কমিয়ে দিল ওষুধের মূল্য নিয়ন্ত্রক জাতীয় সংস্থা এনপিপিএ। ৬-৫৩ শতাংশ হারে এই সব ওষুধের দাম কমানো হয়েছে।
এনপিপিএ আরও জানিয়েছে, ১৩টি ওষুধের সর্বোচ্চ মূল্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে তারা, আরও ১৫টি ওষুধের দামে অদলবদল করেছে। এছাড়া ২৩টি অত্যাবশ্যক ওষুধের খুচরো দামের ব্যাপারেও তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
যে সব ওষুধের সর্বোচ্চ দর কমিয়ে দেওয়া হল, সেগুলির মধ্যে রয়েছে কোলন বা রেকটাল ক্যানসারের ওষুধ অক্সালিপ্ল্যাটিন, জাপানি এনসেফ্যালাইটিস ও মিজলসের ভ্যাকসিন।
যে সব ওষুধের দাম এনপিপিএ-র মূল্য নিয়ন্ত্রণের আওতায় আসছে না, সেগুলির প্রস্তুতকারী সংস্থাগুলি বছরে সর্বোচ্চ ১০ শতাংশ দাম বাড়তে পারেন।
হৃদরোগ, ক্যানসারের ওষুধের মত ৫১টি অত্যাবশ্যক ওষুধের দাম কমাল এনপিপিএ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Nov 2017 02:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -