বিমানবন্দরে শুল্ক আধিকারিকদের বাতিল নোট দেখাতে হবে অনাবাসী ও বিদেশে থাকা ভারতীয়দের
ABP Ananda, web desk | 02 Jan 2017 07:47 PM (IST)
নয়াদিল্লি: বাতিল নোট জমা দিতে অনাবাসী ভারতীয় (এনআরআই) ও বিদেশে থাকা ভারতীয়দের বিমানবন্দরের শুল্ক বিভাগের শিলমোহর দেওয়া ঘোষণাপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, এনআরআই ও বিদেশে থাকা ভারতীয়রা ৩-৬ মাসের বাড়তি সময়ে বাতিল ১০০০ ও ৫০০-র নোটে ২৫ হাজার টাকা পর্যন্ত জমা দিতে পারবেন। এজন্য তাঁদের ওই টাকা বিমানবন্দরে শুল্ক আধিকারিকদের দেখাতে হবে এবং শিলমোহর দেওয়া ঘোষণাপত্র সংগ্রহ করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখাগুলিতে ওই ঘোষণাপত্র জমা দিতে হবে। অর্থমমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর ব্যাঙ্কগুলিতে টাকা জমা দেওয়ার যে ৫০ দিনের সময়সীমা ধার্য করা হয়েছিল তা গত ৩০ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে সরকার বিদেশে থাকা ভারতীয়দের জন্য বাড়তি সময় ঘোষণা করেছে। যে সব ভারতীয়রা বিদেশে গিয়েছেন তাঁদের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল নোট জমা দেওয়ার সময়সীমা ধার্য হয়েছে। এনআরআই-দের জন্য এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত। তবে যাঁরা নেপাল বা ভুটান থেকে ফিরবেন তাঁদের বাতিল নোট সঙ্গে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়নি।