মধ্যপ্রদেশে গোহত্যায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন, জেল
Web Desk, ABP Ananda | 05 Feb 2019 08:30 PM (IST)
খান্ডোয়া (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের খান্ডোয়ায় গোহত্যার অভিযোগে তিনজনের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করল প্রশাসন। সোমবার শাকিল, নাদিম ও আজম নামে অভিযুক্তদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। মোঘাট থানার ইনচার্জ মোহন সিঙ্গোর বলেছেন, কিছু লোক একটি গরুকে হত্যা করছে বলে সূত্র মারফত অভিযোগ পেয়ে গত শুক্রবার এখানকার খারকালি গ্রামের একটি জায়গায় হানা দিয়ে একটি বড় ছুরি, গোমাংসের সন্ধান পায়। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও পুলিশি অভিযানকে ফাঁকি দিয়ে পালায় তিন অভিযুক্ত। শনিবার খান্ডোয়া শহরের বিভিন্ন গোপন জায়গায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। জেলা কালেক্টর বিশেষ ঘরপালে তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের নানা ধারা কার্যকর করেন। সোমবার তাদের স্থানীয় আদালতে তোলা হয়। আদালত জাতীয় সুরক্ষা আইন, ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে সিঙ্গোর জানান। পুলিশের দাবি, নাদিম আগেও গোহত্যায় জড়িত ছিল, চলতি মামলায় তার খোঁজ চলছিল।