ডিআরডিও ভবনে বোমা বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল, এনএসজি প্রধানের মন্তব্যে শোরগোল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2016 10:02 AM (IST)
নয়াদিল্লি: একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ডিরেক্টর জেনারেল আরসি তয়াল। তিনি জানালেন, ডিআরডিও ভবনে দুমাস আগে একটি বোমা পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই বোমাটিকে চিহ্নিত করণের পর নিষ্ক্রিয় করে তাঁর নেতৃত্বাধীন এনএসজি। রাজধানীতে ডিআরডিও ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে বোমা পাওয়ার খবর স্বাভাবিকভাবেই শোরগোল তোলে।কিন্তু ডিআরডিও এবং আইবি-র কাছে খোঁজ নিয়ে জানা যায় যে, এ ঘটনা এপ্রিল মাসের। জিলেটিনের মতো বস্তু ভরা তিনটি পুরানো প্যাকেট পাওয়া গিয়েছিল। কোনও নির্মানস্থলে নিয়ন্ত্রিত মাত্রার বিস্ফোরণ ঘটানোর জন্য জিলেটিন ব্যবহার করা হয়। মেটকাফে হাউস নামে পরিচিত ডিআরডিও ভবনের সামনে এই প্যাকেটগুলি পাওয়া যায়। অনুমান, প্যাকেটগুলি খুবই পুরানো এবং সেগুলি ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগই নেই। ডিআরডিও ভবনে বোমা নিষ্ক্রিয় করার দাবি করার সঙ্গে সঙ্গে তয়াল এনএসজি-র কৃতিত্ব সম্পর্কে বলতে গিয়ে আরও একটা বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি দাবি করেন, পঠানকোটে আধ ঘন্টার মধ্যে চার জঙ্গিকে খতম করে দেন এই এলিট ফোর্সের কম্যান্ডোরা। কিন্তু পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে গত জানুয়ারির জঙ্গি হামলার ঘটনার স্মৃতি এখনও তাজা। প্রায় দুই দিন ধরে জঙ্গিরা বায়ুসেনা ঘাঁটির মধ্যে লুকিয়েছিল। ইন্দিরা গাঁধী বিমানবন্দরের কাছে সামালখায় এনএসজি-র কম্পোজিট বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন তয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথ পঠানকোটে জঙ্গি হামলার সময় এনএসজি-র ভূমিকার প্রশংসা করেন।