শত্রুপক্ষের ড্রোন, বিমান গুলি করে নামানোর ক্ষমতা দেওয়া হতে পারে এনএসজি, সিআইএসএফ-কে
Web Desk, ABP Ananda | 10 Sep 2017 03:51 PM (IST)
নয়াদিল্লি: সন্ত্রাসবাদী হামলা রুখতে ড্রোন, গ্লাইডারের মতো উড়ন্ত বস্তুগুলিকে গুলি করে নামানোর ক্ষমতা দেওয়া হতে পারে এনএসজি, সিআইএসএফ-কে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই খবর। এক আধিকারিক বলেছেন, স্বল্প উচ্চতায় ওড়ে এমন চালকবিহীন বস্তুগুলির মাধ্যমে যাতে সন্ত্রাসবাদী হামলা চালানো যেতে না পারে, তার জন্য নীতি প্রণয়নের কাজ চলছে। সম্প্রতি বিমানবাহিনী, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকে চালকবিহীন বিমান এবং স্বল্প উচ্চতায় ওড়া বস্তুগুলির বিষয়ে নীতি প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে। এই সংক্রান্ত খসড়া তৈরির কাজ প্রায় শেষ। এ মাসেই খসড়া প্রকাশ করে এ বিষয়ে সবার মতামত জানতে চাওয়া হবে। সম্প্রতি দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশে অজানা বস্তু উড়তে দেখা গিয়েছিল। এর জেরে আতঙ্ক ছড়ায়। সীমান্ত অঞ্চলের আকাশেও একই ধরনের উড়ন্ত বস্তুর দেখা মিলেছে। সন্ত্রাসবাদীরা যাতে যাতে ড্রোন বা গ্লাইডারের মাধ্যমে হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই সিআইএসএফ ও এনএসজি-র হাতে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা ভাবছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই বাহিনীকে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমও দেওয়া হতে পারে। এর মধ্যে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, ডিটেক্টর থাকবে। ফলে সহজেই উড়ন্ত বস্তুগুলির উপর নজরদারি চালানো যাবে। এখনও দেশে ড্রোন বা স্বল্প উচ্চতায় ওড়া অন্যান্য বস্তুগুলির বিষয়ে কোনও নীতি তৈরি করা হয়নি। সেই কারণেই সীমান্ত অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করার জন্য এ বিষয়ে নীতি প্রণয়ন করা হচ্ছে। এই নীতি প্রণয়ন করা হলে ড্রোণের অনুমতি এবং অপপ্রয়োগের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার বিষয়টি নির্ধারিত হবে।