ট্রেন্ডিং

কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে তুলকালাম, বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ

’২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

'তুমি মরো না কেন?', স্বামীর গঞ্জনায় নিজেকে শেষ করলেন তরুণী, বিস্ফোরক অভিযোগ শ্বশুর-ননদের বিরুদ্ধে

ক্যালকাটা ক্লাবে তর্কের তুফান উঠল ক্যালকাটা ডিবেটিং সার্কেল নিবেদিত, বিতর্ক ২০২৫-এ-তে

'নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর', 'মন কি বাত'-এ বার্তা প্রধানমন্ত্রীর
মুর্শিদাবাদে গ্রেফতার এক ভারতীয় দালাল-সহ ৮ বাংলাদেশি
এনএসজি কম্যান্ডোদের রোজ যোগাসন, নিয়মিত মানসিক স্থিতি পরীক্ষার ব্যবস্থা
Continues below advertisement

নয়াদিল্লি: সন্ত্রাস দমন এবং অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা মোকাবিলা করার ক্ষেত্রে এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কম্যান্ডোদের আরও ভালভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য রোজ শারীরিক কসরতের সঙ্গে যোগাসন এবং নিয়মিত মানসিক স্থিতি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এনএসজি সূত্রে এমনই খবর। এই প্রথম কম্যান্ডোদের প্রশিক্ষণের মধ্যে যোগাসনকে রাখা হচ্ছে। এছাড়া কম্যান্ডোদের ব্যক্তিত্বের উন্নতি ঘটানোর জন্য মানসিক অবস্থা যাচাই করা হবে।
এনএসজি-র পক্ষ থেকে কম্যান্ডোদের প্রশিক্ষণের বিষয়ে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে, যে ভিআইপি-দের উপর হামলার আশঙ্কা রয়েছে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়াও এনএসজি-কে সন্ত্রাসবাদী হামলা এবং অপহরণের মোকাবিলা করতে হয়। ফলে এনএসজি কম্যান্ডোদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়। ‘ব্ল্যাক ক্যাট’-দেরই দেশের সেরা প্রশিক্ষণ দেওয়া হয়। যখন কোনও কম্যান্ডো এনএসজি-তে যোগ দেন, তাঁদের মানসিক পরীক্ষা নেওয়া হয়। তবে এবার থেকে নিয়মিত মানসিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য মনোবিদ নিয়োগ করা হবে। এছাড়া যোগাসনের প্রশিক্ষকও নিয়োগ করা হচ্ছে। যোগ প্রশিক্ষক ও মনোবিদ থাকবেন গুরুগ্রামের মানেসরে এনএসজি-র প্রধান দফতরে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, যোগ প্রশিক্ষক ও মনোবিদ কম্যান্ডোদের যে গ্রেড দেবেন, সেটা তাঁদের বার্ষিক পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্ব পাবে। যোগ প্রশিক্ষক বিভিন্ন আসন, প্রাণায়ম, প্রার্থনা ও যোগনিদ্রার প্রশিক্ষণ দেবেন। এনএসজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাসনের ফলে শারীরিক সক্ষমতা এবং মানসিক সংযমের ক্ষমতা বাড়ে। এর ফলে একজন ব্যক্তি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, অনেক শান্ত থাকেন এবং মানসিকভাবে তরতাজা থাকেন। সেটা কম্যান্ডোদের জন্য জরুরি।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে