নয়াদিল্লি: বাংলাদেশ যাচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর অফিসারদের একটি বিশেষ দল। বৃহস্পতিবার বাংলাদেশের কিশোরগঞ্জে ঈদের প্রার্থনা চলাকালে বিস্ফোরণ, গুলির লড়াই, গত শুক্রবারের গুলশন রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলার পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে দলটিকে প্রতিবেশী দেশে পাঠানো হচ্ছে। তারা ওখানকার বিস্ফোরণগুলি খতিয়ে দেখবে, বিশ্লেষণ করবে বলে জানা গিয়েছে। এ সপ্তাহের শেষেই দলটি ঢাকা পৌঁছবে।
দলে রাখা হয়েছে বিস্ফোরণ-পরবর্তী বিশ্লেষণ বিশেষজ্ঞ, সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞতাসম্পন্ন অফিসারদের। তাঁরা গত ১ জুলাই টানা ১২ ঘণ্টার টানটান পণবন্দি নাটকের সাক্ষী থাকা গুলশনের অভিজাত রেস্তোরাঁ, আজকের বিস্ফোরণের জায়গাগুলিতে যাবেন। প্রাথমিক পর্যবেক্ষণ করবেন।
সরকারি সূত্রের খবর, সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে সন্ত্রাসবাদী হামলার জায়গাগুলি ঘুরে দেখার অনুমতি চেয়ে এনএসজি-র তরফেই অনুরোধ পাঠানো হয়েছিল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বাহিনী তাতে সাড়া দেওয়ার পর সরকার দলটিকে সফরের অনুমোদন দেয়। সরকারি সূত্রটি জানিয়েছে, বিস্ফোরণস্থলগুলি ঘুরে দেখে প্রাপ্ত অভিজ্ঞতা শুধু দুটি দেশের মধ্যে সন্ত্রাস দমনে সহযোগিতাকেই জোরদার করবে না, সন্ত্রাস দমনে এনএসজি-র মতো এলিট বাহিনীর অভিজ্ঞতার ঝুলিকেও আরও সমৃদ্ধ করবে। সেজন্যই বাংলাদেশের সন্ত্রাসদমন বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই ঘটনাস্থল যেতে চাইছে এনএসজি। সন্ত্রাসবাদী হামলার মোকাবিলায় আগাম প্রস্তুতির অঙ্গ হিসাবে আগেও কয়েকটি বন্ধু দেশে গিয়েছে এনএসজি-র টিম, জানিয়েছেন সরকারি অফিসাররা।
গুলশন হামলা, কিশোরগঞ্জে বিস্ফোরণ: প্রাথমিক ধারণা পেতে বাংলাদেশ যাচ্ছে এনএসজি-র বিশেষ দল
web desk, ABP Ananda
Updated at:
07 Jul 2016 10:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -