এবার এনএসজি-র ওয়েবসাইট হ্যাক করল পাক হ্যাকাররা
ABP Ananda, web desk | 01 Jan 2017 04:28 PM (IST)
নয়াদিল্লি: ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র ওয়েবসাইট হ্যাক করল পাক দুষ্কৃতীরা। হ্যাকাররা নিজেদের ‘অ্যালোন ইনজেক্টর’ বলে পরিচয় দিয়েছে। এনএসজি-র সাইট হ্যাক করে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ক অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর মারধরের ছবিও সাইটটির হোম পেজে আপলোড করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ফ্রি কাশ্মীর’। হ্যাকাররা পাক-পন্থী স্লোগানও দিয়েছে। উল্লেখ্য, এর আগে ডিসেম্বরে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও দলের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।