গুজরাত: নরেন্দ্র মোদির 'হোমটাউনেই' বড় ধাক্কা আরএসএস-এর শাখা সংগঠন এবিভিপি-র। গুজরাত বিশ্ববিদ্যালয়ের সেনেট নির্বাচনে ৮ আসনের মধ্যে ৬ আসনেই হার হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। জয় পেয়েছে ন্যাশনাল স্টুডেন্টস’ ইউনিয়ন অব ইন্ডিয়া।
জয়ের পর কংগ্রেসের ছাত্র সংগঠন ট্যুইটে লিখেছে, “নরেন্দ্র মোদির হোমটাউনের পড়ুয়ারাই বিজেপির ভাগাভাগির রাজনীতি পছন্দ করেনি। তাঁরা ঐক্যবদ্ধ ভারতকে বেছে নিয়েছে। গুজরাত বিশ্ববিদ্যালয়ের সেনেট নির্বাচনে ৬ আসনে জয়ী হয়েছে এনএসইউআই।” এই জয়ে উচ্ছ্বসিত এনএসইউআই প্রেসিডেন্ট নীরজ কুন্দন। এই জয়ে ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছে কর্ণাটক কংগ্রেস, নাগল্যান্ড কংগ্রেস।
৪ বছর পর গুজরাত বিশ্ববিদ্যালয়ের সেনেট নির্বাচন হল। রবিবার সেই ভোট হয়েছে। গুজরাত কলেজ, আরএইচ পটেল, আরজে তিবরেওয়ালা, এইচকে আর্টস ও রাষ্ট্রভাষা কলেজ এই নির্বাচনে অংশ নিয়েছিল। ৩ হাজার ২৭৯ জন পড়ুয়ার মধ্যে ২ হাজার ২১৮ জন পড়ুয়া নির্বাচনে নিজেদের মত জানিয়েছেন।