নয়াদিল্লি: কংগ্রেস সহ বিরোধী দলগুলি জনবিরোধী ও গণতন্ত্রবিরোধী। তাদের হলমার্ক, সব কাজে বাধা সৃষ্টি করা। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তাব নেওয়া হয়েছে, তাতে এই ভাষাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের।
ওই প্রস্তাবে বলা হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে ২০১৬ এক নতুন যুগের সূচনা করেছে। জাতীয় নিরাপত্তা, স্বাভিমান, সততা ও গরিবকল্যাণের ক্ষেত্রে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। একইসঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নতুন বছর আরও উন্নতি ও সমৃদ্ধি আনবে।
প্রস্তাবে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে বিরোধীদের। আক্রমণের অন্যতম লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ও কেরলে বিজেপি কর্মীদের ওপর লাগাতার আক্রমণ চলছে বলে অভিযোগ করা হয়েছে। যেভাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় বিজেপি অফিসে হামলা চলেছে, তা শাসক তৃণমূলের রাজনৈতিক অসহিষ্ণুতারই চরম ও হিংস্র প্রকাশ বলে মন্তব্য করা হয়েছে ওই প্রস্তাবে।
একইসঙ্গে অভিযোগ করা হয়েছে, কেরলে আরএসএস কর্মীদের ওপর সিপিএম কর্মীরা লাগাতার হামলা করে চলেছে। সব জেনে শুনেও যেভাবে রাজ্যের আমলারা ও আইনশৃঙ্খলার ধারকরা চুপ করে রয়েছেন, তা রাজ্যের আইনের শাসনের অভাব ও অপরাধীদের প্রশ্রয় দেওয়া ছাড়া কিছু নয়।
বলা হয়েছে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি সংসদের গোটা অধিবেশন যেভাবে রদ করে রাখছে, তাতেই বোঝা যাচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ওপর তাদের বিন্দুমাত্র সম্মান নেই। বাধা দেওয়া আর বিভ্রান্তি তাদের রাজনীতির হলমার্ক।
কেন্দ্র ও রাজ্যের ভোট একসঙ্গে করার প্রস্তাব রেখে নির্বাচনী প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী যে সংস্কারের সূচনা করেছেন, তা যুগান্তকারী আখ্যা দিয়েছে তাঁর দল। আশাপ্রকাশ করা হয়েছে, এর ফলে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও স্বাস্থ্যকর হবে।
প্রস্তাবে মন্তব্য করা হয়েছে, বিজেপি শুধুই যে সংস্কারপন্থী, এমনটা নয়। সংস্কার প্রয়োজনীয় ঠিকই কিন্তু আরও বেশি জরুরি বর্তমান সিস্টেমকে মেরামত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভূমিকাই নিয়েছেন।
বিরোধী রাজনীতির হলমার্কই হয়ে পড়েছে সব কিছুতে বাধা দেওয়া: বিজেপি
ABP Ananda, Web Desk
Updated at:
06 Jan 2017 10:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -