নিজের শস্যে আগুন লাগিয়ে তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কৃষকের
Web Deask, ABP Ananda | 05 Mar 2019 06:04 PM (IST)
নাগপুর: নিজের শস্যে আগুন জ্বালিয়ে প্রথমে চিতা সাজিয়েছিলেন, তারপর তাতে নিজেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। মঙ্গলবার পুলিশ জানায়, গোপাল জানে নামে ৮৫ বছরের ওই কৃষক মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। দীর্ঘদিন যাবত স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, মান্দা গ্রামে নিজের শস্য খামারে আগুন লাগিয়ে দিয়েছিলেন গোপাল জানে। তারপর তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন এই কৃষক। এবার সম্ভবত কোনো উপায়ান্তর না দেখেই এই চরম পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। শবদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।