দুই বজরং দলের সমর্থককে স্টেশন এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের একজন হলেন শিবানন্দ পান্ডা এবং অপরজন হলেন সুদর্শন পান্ডা।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ভূবনেশ্বর স্টেশনে কচুভেলি-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস এসে দাঁড়ালে, ট্রেন থেকে দুই ব্যক্তিকে টেনে নামায় শিবানন্দ এবং সুদর্শন। তারপর তাঁদের স্টেশনে ফেলে নৃশংসভাবে মারতে শুরু করে বজরং দলের ওই দুই সমর্থক। তাদের সেসময় সঙ্গ দিতে হাজির হয় বজরং দল ও হিন্দুরক্ষা সংগঠনের আরও ২৫ সদস্য। তাদের দাবি ওই দুই ব্যক্তি গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। পরে আক্রান্ত দুই ব্যক্তিকে চিকিত্সার জন্যে ভূবনেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলাকারীদের দাবি, তারা ওই দুই ব্যক্তির থেকে ২০টি গরু উদ্ধার করেছে। কিন্তু পরে স্টেশন মাস্টার জানান, গরুগুলি তাঁকে জানিয়ে এবং সমস্ত আইন মেনেই নিয়ে যাওয়া হচ্ছিল। পরে কুড়িটি গরু আক্রান্ত কেয়ারটেকার বিমল যাদব এবং পুণে সিংহ সহ পুরী-গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। এছাড়া ছজন পুলিশকর্মীকে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তার জন্যে সঙ্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, এরমধ্যেই দিন কয়েক আগে বজরং দলের সমর্থকদের বিরুদ্ধে দুই তরুণকে বেধড়ক মারের অভিযোগ উঠেছিল। তরুণদের অপরাধ ছিল তাঁরা কয়েকজন তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তরুণীদের সঙ্গে ফেসবুকেই আলাপ হয় তরুণদের। অদ্ভুতভাবে সেই ঘটনায় ওই দুই তরুণের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়।
দেখুন পুরো তাণ্ডবের ঘটনাটি