কুমীরের গ্রাস থেকে দিদিকে ছিনিয়ে আনল ছয় বছরের মেয়ে
ABP Ananda, web desk | 06 Apr 2017 09:48 AM (IST)
ভূবনেশ্বর: ছয় বছরের শিশু কন্যার বুদ্ধিমত্তা ও সাহসিকতায় প্রাণ বাঁচল তার দিদির। কার্যত মৃত্যুর মুখ থেকে সে ফিরিয়ে আনল দিদিকে। ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার বাসিন্দা অভয় দালাইয়ের দুই মেয়ে অসন্তি দালাই (১০) এবং মমতা দালাই (৬) গত বুধবার স্নান করতে গিয়েছিল বাড়ির কাছেরই একটি পুকুরে। সেই সময়ই একটা কুমীর হামলা চালায় অসন্তির ওপর। তাকে কামড়ে যখন কুমীরটি গভীর জলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন হাতের কাছে পাওয়া একটা বাঁশের টুকরো দিয়ে মমতা কুমীরটি মারতে থাকে। মারের চোটে অসন্তিকে ছেড়ে পালিয়ে যায় কুমীরটি। জানা গিয়েছে, অসন্তি কুমীরের হামলায় জখম হলেও তার আঘাত গুরুতর নয়। ঘটনার খবর পেয়ে বন বিভাগের স্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে কুমীরটিকে উদ্ধার করে নিকটবর্তী একটি নদীতে ছেড়ে দেন। গ্রামের লোকজন এখন মমতার প্রশংসায় পঞ্চমুখ।