ভুবনেশ্বর: ওড়িশায় ফের মর্মান্তিক ঘটনা। পাঁচ বছরের কন্যাসন্তানের দেহ কাঁধে ১৫ কিমি পথ হেঁটে বাড়ি ফিরলেন রাজ্যের অঙ্গুল জেলার এক ব্যক্তি। নাম গতি ধিবর। কালাহান্ডির দানা মাঝি অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁর স্ত্রীর দেহ নিয়ে হাঁটতে শুরু করেছিলেন। সেই ঘটনায় সারা দেশ শিউরে উঠেছিল। এবার অঙ্গুলের গতি ধিবরের ক্ষেত্রেও লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটল।


অসুস্থ মেয়েকে চিকিত্সার জন্য শহরে নিয়ে এসেছিলেন গতি। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি। চিকিত্সায় জন্যই সঙ্গে নিয়ে আসা টাকা ফুরিয়ে গিয়েছিল। এরফলে মেয়ের মরদেহ গ্রামে ফেরাতে গাড়ি বা অ্যাম্বুলেন্স ভাড়ার কথা ভাবতেও পারেননি। স্ত্রী ও অন্য এক মেয়েতে সঙ্গে নিয়ে মেয়ের মরদেহ কাঁধে চাপিয়ে পায়ে হেঁটে গ্রামে ফিরতে হল তাঁকে।
গতি ধিবর  যেখানে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে ,সেই সরকারি হাসপাতাল থেকেও কোনও সাহায্য পাননি। প্রশাসনও সাহায্যের জন্য এগিয়ে আসেনি। ওড়িশা সরকার দরিদ্র মানুষদের জন্য শবদেহ বহনের জন্য মহাপ্রয়াণ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। কিন্তু খাতায়কলমে থাকলেও ওই প্রকল্পেরও কোনও সাহায্য পাননি গতি ধিবর, যেমন পাননি দানা মাঝিও।
শহরের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় বহু লোকেরই চোখে পড়েছে, প্রচুর গাড়িও পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু কেউ গতি ধিবরের সাহায্যের জন্য এগিয়ে আসেনি।