পটনা: করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দি লোকজন। এই অবস্থায় রাজ্যে মহিলাদের ওপর বাড়তি কাজের চাপ নিয়ে চিন্তিত ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক। বারবার মহিলাদের খাবার রান্না করতে বলে তাঁদের ওপর কাজের বোঝা না চাপানোর আর্জি জানালেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই বার্তার কথা জানিয়ে মুখপাত্র সুব্রত বাগচি বলেছেন, লকডাউন বাড়ির মহিলাদের দিনে তিনবার রান্না করতে বলা ও ছুটি উপভোগ করা নয়।

বাগচি বলেছেন, খাবার-দাবারের পরিমাণে রাশ টানা উচিত। এমনিতেই গরম পড়েছে। এই অবস্থায় বাড়ির মহিলাদের সবসময় খাবারের ফরমাশ করে রান্নাঘরে আটকে রাখা উচিত নয়। মা, স্ত্রী,বোন বা পুত্রবধূ-দের ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়ার সময় এটা নয়। আর এমনটা হলে তা সবার কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

বাগচি আরও বলেছেন, লকডাউনের সময় বাড়িতে যা শাকসব্জি রয়েছে, তা দিয়েই কাজ চালিয়ে নেওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। দু-তিন অন্তর বাজার করলেই চলবে।

লকডাউনের সময় বাড়িতেই থাকতে ছেলে-মেয়ে ও বাবা-মায়ের নামে অঙ্গীকার করতে মানুষের কাছে আর্জি জানিয়েছিলেন।