স্পায়ের আড়ালে মধুচক্র: ৮ তাই মহিলাকে আজই ভারত ছাড়ার নোটিশ ওড়িশা পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2018 03:06 PM (IST)
ভুবনেশ্বর: হাইপ্রোফাইল মধুচক্র থেকে উদ্ধার হওয়া এ দেশে আসা তাইল্যান্ডের ৮ মহিলাকে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলল ওড়িশা পুলিশ। বাপুজি নগরে এক স্পায়ের আড়ালে চলছিল মধুচক্র। সেখান থেকে গত ১৯ মে ওই আট তাই মহিলা ধরা পড়েন বলে জানিয়েছেন ভুবনেশ্বর-কটক পুলিস কমিশনারেটের পুলিশ কমিশনার ওয়াই বি খুরানিয়া। দেহ ব্যবসায় নেমে ভিসা সংক্রান্ত নিয়ম ভাঙায় দোষী হওয়ায় তাঁদের ভারত ছাড়ার নোটিস দেওয়া হয়েছে বলে জানান তিনি। নোটিসে বলা হয়েছে, ওই মহিলাদের কয়েকজন ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন, বাকিরা বিজনেস ভিসায়।
খুরানিয়া সাংবাদিক সম্মেলনে জানান, স্পায়ের আড়ালে চলা ওই যৌন ব্যবসা চক্র থেকে পুলিশি অভিযানে সাত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল।
সম্প্রতি কমিশনারেট পুলিশের স্পেশ্যাল স্কোয়াড অভিযান চালিয়ে গজপতি নগরে একই ধাঁচে চলা মধুচক্র ফাঁস করে তিনটি মেয়েকে উদ্ধার করে। পুলিশ পাকড়াও করে তিন ব্যক্তিকেও।
গত বছরও এখানকার খারভেল নগরের স্পায়ের নাম করে চলা সেক্সের কারবারে জড়িত তিন তাই মহিলাকে উদ্ধার করে ভারত ছেড়ে চলে যাওয়ার নোটিস দিয়েছিল পুলিশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -