মোবাইলে আইপিএলের ম্যাচ দেখার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু কনস্টেবলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2020 10:28 PM (IST)
ছাদে বসে মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছিলেন। সেই সময়ই আচমকা পুলিশ ব্যারাকের চার তলার ছাদ থেকে নিচে পড়ে যান ওড়িশার বিশেষ সশস্ত্র পুলিশের এক কনস্টেবল।
ভুবনেশ্বর: ছাদে বসে মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছিলেন। সেই সময়ই আচমকা পুলিশ ব্যারাকের চার তলার ছাদ থেকে নিচে পড়ে যান ওড়িশার বিশেষ সশস্ত্র পুলিশের এক কনস্টেবল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। মারা গেলেন ওই পুলিশ কর্মী। ওড়িশার রায়গড় জেলার চান্দিলি এলাকায় মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত কনস্টেবল যোগেশ্বর দাস নবরংপুরের বাসিন্দা। বয়স ২৭। জানা গেছে, মঙ্গলবার পুলিশ ব্যারাকের ছাদে নিজের মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছিলেন যোগেশ্বর। খেলা দেখতে দেখতেই আচমকা উত্তেজনার বশে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে তাঁর মৃত্যু হয়।