সম্ভবত বুধবার ঘটেছে ঘটনাটি। আঙ্গুল জেলার বানারপাল ব্লকের আমন্তপুর প্রজেক্ট আপার প্রাইমারি স্কুলের দিদিমণি সংযুক্তা মাঝি এই কাণ্ড ঘটিয়েছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর কথাতেই ছাত্রীরা স্কুটার সাফ করছেন কিনা, তিনি হ্যাঁ-বাচক উত্তর দেন। প্রশ্ন করা হয়, স্কুটার পরিষ্কার করতে থাকলে ওরা পড়বে কখন। দিদিমণির উত্তর, পরে পড়িয়ে দেবেন তিনি। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় জেলা শিক্ষা আধিকারিক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। গতকাল থেকে সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষিকাকে। ওড়িশায় পড়ুয়াদের দিয়ে স্কুটার ধোয়ালেন স্কুল শিক্ষিকা, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jul 2017 05:52 PM (IST)
প্রতীকী ছবি
ভুবনেশ্বর: ছাত্রীরা পাজামা গুটিয়ে জল ঢেলে পরিষ্কার করছে তাঁর কাদা মাখামাখি স্কুটার। আর তিনি বেত হাতে তদারক করছেন। ওড়িশার এক স্কুল শিক্ষিকার এই কর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।