বারাণসী: হোয়াটসঅ্যাপে ভিত্তিহীন অর্থাত ফেক খবর, সাজানো, মর্ফ করা ছবি, আপত্তিকর ভিডিও অতিরঞ্জিত ভাষ্য সহযোগে পোস্ট করা হলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে। হুঁশিয়ারি দিল বারাণসীর পুলিশ, প্রশাসন। সোস্যাল মিডিয়ায় গুজব, ভুল ও মিথ্যা খবর ছড়িয়ে উত্তেজনা এমনকী সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধানোর চেষ্টা হতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্রের প্রশাসনিক কর্তারা। । বারাণসীর ডিএম যোগেশ্বর রাম মিশ্র ও এসএসপি নিতিন তিওয়ারি গতকাল এক যৌথ নির্দেশে বলেছেন, সোস্যাল মিডিয়ায় নিউজ গ্রুপ পরিচয়ে একাধিক গ্রুপ আছে। আরও অনেক নামেও একাধিক গ্রুপ আছে। এরা এমন সব খবর, তথ্য প্রচার করছে যা নির্ভরযোগ্য নয়। সত্যাসত্য বিচার না করেই সেই খবর, তথ্য ফরোয়ার্ডও করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখেই সোস্যাল মিডিয়া গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর ও সদস্যদের সাবধান করে দেওয়া হচ্ছে। ভুল তথ্য, গুজব বা বিভ্রান্তিকর তথ্য সোস্যাল মিডিয়ায় পরিবেশন করা হলে গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। গ্রুপের যাবতীয় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাকে। অ্যাডমিনিস্ট্রেটরও যেন শুধু তাকেই গ্রুপে অন্তর্ভুক্ত করেন, যাকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন, জানেন। যদি দেখা যায়, কোনও গ্রুপ মেম্বার এমন একটি মন্তব্য করেছেন যা ভুল, ধর্মীয় বিভেদ তৈরি করতে পারে, তাহলে গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরকে প্রকাশ্যে তা খারিজ করে সংশ্লিষ্ট সদস্যকে সরিয়ে দিতে হবে। তিনি কোনও পদক্ষেপ না করলে তাঁকে দোষী ধরে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এধরনের পোস্টের কথা নিকটবর্তী থানাতেও জানাতে হবে যাতে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা যায়। যৌথ নির্দেশে বলা হয়েছে, সোস্যাল মিডিয়ায় মত প্রকাশের অধিকার গুরুত্বপূর্ণ বটে, তবে তার সঙ্গে দায়িত্ব মেনে চলার বিষয়টিও সমান জরুরি।