নয়াদিল্লি: গুজরাত দাঙ্গা মামলার তদন্তকারী সিনিয়র আইপিএস অফিসার ওয়াই সি মোদীকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র  প্রধান হিসেবে নিয়োগ করা হল। ২০০২-র গুজরাত দাঙ্গার বিভিন্ন মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠন করেছিল সুপ্রিম কোর্ট। সেই বিশেষ তদন্তকারী দলে ছিলেন মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটি (এসিসি) এনআইএ-র ডিরেক্টর জেনারেল হিসেবে মোদীর নিয়োগ অনুমোদন করেছে।কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ যোগান সংক্রান্ত ঘটনাগুলির তদন্ত করে এনআইএ। এনআইএ-র ডিজির পদে কর্মজীবন থেকে অবসর গ্রহণের সময় ২০২১-র ৩১ মে পর্যন্ত থাকবেন মোদী। ক্ষমতার হস্তান্তর মসৃণ করতে এসিসি মোদীকে অবিলম্বে এনআইএ-র অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে নিযুক্ত করেছে। আগামী ৩০ অক্টোবর শেষ হচ্ছে এনআইএ-র বর্তমান ডিজি শরদ কুমারের মেয়াদ। এরপরই এই পদের কার্যভার গ্রহণ করবেন মোদী। শরদ কুমার ২০১৩-র জুলাইতে এনআইএ-র ডিজি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর পদের মেয়াদ দু দফায় বাড়ানো হয়েছে। শরদ কুমারের জায়গায় আসছেন ১৯৮৪-র ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার মোদী। তিনি বর্তমানে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর।