নয়াদিল্লি: পশ্চিম আফ্রিকার গিনি উপকূলের বেনিন থেকে ২২ জন ভারতীয়কে নিয়ে নিখোঁজ হয়েছে একটি তেলের ট্যাঙ্কার। স্থানীয় ভারতীয় আধিকারিকরা এ ব্যাপারে নাইজিরিয়া প্রশাসনের সাহায্য চেয়েছেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, মেরিন এক্সপ্রেস নামে ওই বাণিজ্যিক জাহাজের মালিক মুম্বইয়ের অ্যাংলো ইস্টার্ন শিপিং কোম্পানি। তাতে ভারতীয় নাগরিক রয়েছেন ১২ জন। ১৩,৫০০ টন গ্যাসোলিন নিয়ে সেটি গিনি উপকূল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। হাইজ্যাকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
[embed]https://twitter.com/angloeasterngrp/status/959388022092414976?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Findia%2Foil-tanker-with-22-indians-goes-missing-off-west-african-coast-india-seeks-nigerias-help-2078516.html[/embed]
জাহাজটির খোঁজ পেতে নাইজিরিয়ার আবুজার ভারতীয় দূতাবাস বেনিন ও নাইজিরিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। চালু হয়েছে একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও।
[embed]https://twitter.com/MEAIndia/status/959846521427714049?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Findia%2Foil-tanker-with-22-indians-goes-missing-off-west-african-coast-india-seeks-nigerias-help-2078516.html[/embed]
নাইজিরিয়া সরকার সমুদ্রের সব নৌকাকে নির্দেশ দিয়েছে, ভাসমান ওই ট্যাঙ্কার জাহাজকে দেখতে পেলে লন্ডনের ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর অ্যান্টি পাইরেসি রিপোর্টিং সেন্টারে তখনই খবর দিতে।
২২ জন ভারতীয়কে নিয়ে পশ্চিম আফ্রিকা উপকূলে নিখোঁজ তেলের ট্যাঙ্কার, নাইজিরিয়ার সাহায্য চাইল দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2018 11:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -