রাজধানীতে বিচারকের ‘শ্লীলতাহানি’, গ্রেফতার ওলা চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2016 06:58 AM (IST)
নয়াদিল্লি: এবার বিচারকের শ্লীলতাহানি। এই অভিযোগে ওলা ট্যাক্সির এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তিস হাজারি আদালতের অতিরিক্ত নগর বিচারকের অভিযোগের ভিত্তিতে ওলা-চালক সন্দীপকে গুরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিল্লির রূপ নগর থানায় ভারতীয় দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিচারকের অভিযোগ, তিনি ওই ওলা ট্যাক্সি ভাড়া করেছিলেন।কিন্তু কেনাকাটার জন্য একটি জায়গায় থামতেই কিছুক্ষণের মধ্যে চিত্কার-চেঁচামেচি শুরু করে ওই চালক। গাড়ি থেকে বিচারকের ব্যাগ ছুঁড়ে দেওয়া হয়। তাঁর সম্পর্কে অশ্লীল মন্তব্যও ওই চালক করে বলে পুলিশ জানিয়েছে।