মুম্বই: দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে সহ বেশ কয়েকটি বড় শহরে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন ওলা ও উবের চালকরা। তাঁদের অভিযোগ, শুরুতে এই দুই সংস্থা প্রচুর গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ গাড়ি চালকরা নিজেদের খরচটুকুও তুলতে পারছেন না।


চালকদের সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ বাহাতুক সেনার অভিযোগ, ৫-৭ লাখ টাকা বিনিয়োগ করেছেন চালকরা, আশা ছিল, মাসে লাখদেড়েক টাকা উঠে আসবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, তার অর্ধেকও হচ্ছে না। আর এ সবের জন্য দায়ী ওলা ও উবেরের পরিচালনাগত অব্যবস্থা। ফলস্বরূপ এই ধর্মঘটের ডাক।

এই সংগঠনের আরও অভিযোগ, এই দুই সংস্থা বেশি গুরুত্ব দিচ্ছে সেই সব চালককে যাঁরা কোম্পানির নিজস্ব গাড়ি চালাচ্ছেন। যে সব চালকদের নিজের গাড়ি রয়েছে, মার খাচ্ছে তাঁদের ব্যবসা। মুদ্রা যোজনায় ওলা, উবের তাদের চালকদের সহজে গাড়ি কেনার জন্য ঋণের বন্দোবস্ত করে দিলেও সেই ধার শোধ দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা। শুধু মুম্বইতেই ৪৫,০০০-এর বেশি ওলা, উবের চালক রয়েছেন কিন্তু ব্যবসা মার খাওয়ায় তাঁদের অন্তত ২০ শতাংশ রাস্তায় গাড়ি নামাতে পারছেন না।

দাবিদাওয়া না মেটানো হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে বলে হুমকি দিয়েছে তারা।

তবে ওলা বা উবের এ বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেনি।