নয়াদিল্লি:  পুরনো ৫০০ ও হাজারের নোট নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে আগামী ১৫ ডিসেম্বর অর্থাত্ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আর কোথাও চলবে না পুরনো পাঁচশো ও হাজারের নোট। শুধুমাত্র ব্যাঙ্কেই জমা করা যাবে, নির্দেশিকা সরকারের। একমাত্র ব্যাঙ্কেই আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জমা করা যাবে পুরনো ৫০০ ও হাজারের নোট।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর আমজনতার কথা ভেবে বিভিন্ন রকম ছাড় দিয়েছিল কেন্দ্র। প্রথমে সমস্ত পেট্রোল পাম্প, টোল প্লাজা, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী বিভিন্ন জায়গায় পুরনো ৫০০ ও হাজারের নোট ব্যবহারের অনুমতি ছিল। দিন কয়েক আগে এক নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় ১০ ডিসেম্বরের পর ট্রেন,বিমান, মেট্রো ও বাসে লেনদেনের জন্যে আর পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহার করা যাবে না। আজ জানিয়ে দেওয়া হল, আগামী শুক্রবার থেকে ব্যাঙ্ক ছাড়া আর কোথাও লেনদেন-এর জন্যে ব্যবহার করা যাবে না পুরনো ৫০০-হাজারের নোট।

সম্প্রতি আরবিআইয়ের তরফে ঘোষণা করা হয়, ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ কোটি ৪৪ লক্ষ টাকার পুরনো নোট জমা পড়েছে ব্যাঙ্ক। এপর্যন্ত ব্যাঙ্ক ৪.৬১ লক্ষ কোটি টাকা নতুন নোট আমজনতার জন্যে বাজারে ছেড়েছে। প্রসঙ্গত, নোট বাতিলের ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ বাজার থেকে কালো টাকা, জাল নোট সরিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করতে। আরবিআইয়ের দাবি, তারা তাদের প্রচেষ্টায় আংশিক সফল হয়েছে।