বেনাওলিম (গোয়া): সন্ত্রাসবাদ দমন নিয়ে ‘পুরনো বন্ধু’ ভারতের পাশেই রয়েছে রাশিয়া। শনিবার রুশ প্রেসিডেন্টকে পাশে রেখে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ভ্লাদিমির পুতিন। এদিন গোয়ায় দুই রাষ্ট্রনেতার মধ্যে একান্তে দীর্ঘ বৈঠক হয়। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সেখানে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের উদ্বেগকে সমর্থন করেন পুতিন। পরে যৌথ সাংবাদিক বৈঠকে একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান মোদী-পুতিন। সূত্রের খবর, সূত্রের খবর, উরি থেকে শুরু করে ভারতে পাক মদতপুষ্ট জঙ্গিদের একের পর এক হামলা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় সরব হন মোদী। সন্ত্রাসদমনের প্রয়াসে ‘পুরনো বন্ধু’ রাশিয়াকে পাশে পেয়ে যায় ভারত। জানা গিয়েছে, উরি হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক সমর্থন করেছে মস্কো। আর এর জন্য রাশিয়ার প্রশংসা করেন মোদী।
ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়ার সমর্থন মেলায় ভারত আরও উজ্জীবিত হবে। উল্টোদিকে, বিশ্বে আরও কোণঠাসা হবে পাকিস্তান। এদিন নাম না করে পাকিস্তানকে আক্রমণ শানান মোদী এবং পুতিন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের অবাধ বিচরণক্ষেত্র দেওয়া এবং বিশ্বে নাশকতার ভাবধারা বিস্তার করার বিরুদ্ধে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে, এক দেশের জঙ্গি যাতে অন্য দেশে আঘাত না হানতে পারে, তাও নিশ্চিত করতে হবে। এদিন পুতিনকে পাশে রেখে মোদী বলেন, সন্ত্রাস দমনে ভারত যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা সমর্থন করে রাশিয়া। কারণ, এই ইস্যুতে মস্কোর চিন্তাধারাও একই। মোদী যোগ করেন, সন্ত্রাসবাদ নিয়ে রাশিয়াও ‘জিরো টলারেন্স’ তত্ত্বে বিশ্বাসী। এই প্রসঙ্গে, রাশিয়াকে ভারতের ‘পুরনো বন্ধু’ উল্লেখ করে মোদী বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক সত্যিই অভূতপূর্ব।