নয়াদিল্লি: সপ্তদশ লোকসভায় স্পিকার পদে এনডিএ মনোনয়ন দিল ওম বিড়লাকে। লোকসভা সেক্রেটারিয়েটকে স্পিকার পদের জন্য দু’বারের বিজেপি সাংসদ ওম বিড়লার নাম প্রস্তাব করেছে বিজেপি। এআইএডিএমকে সহ অন্যান্য এনডিএ শরিক দলগুলি ছাড়াও ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দলেরও বিড়লার মনোনয়নে সমর্থন আছে। কংগ্রেস ও ইউপিএ-র বাকি শরিকরাও বিড়লাকে স্পিকার পদে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরি একথা জানিয়েছেন। ফলে রাজস্থানের কোটা-বুন্দি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিড়লার বিনা লড়াইয়ে স্পিকার হওয়া একপ্রকার নিশ্চিত। বুধবারই তাঁকে স্পিকার করার প্রস্তাবটি পেশ হতে চলেছে নিম্নকক্ষে। যদিও ডেপুটি স্পিকার ঠিক করার ব্যাপারে কংগ্রেস কী করবে, কিছু জানায়নি।


দলীয় সূত্রের খবর, রাজস্থানের কোটা-বুন্দির সাংসদ ওম বিড়লার নাম স্পিকার পদের জন্য পছন্দ করেছেন প্রধানমন্ত্রীই।
বুধবারই এই পদের চূড়ান্ত নির্বাচন। বিরোধী পক্ষের তরফে এখনও কোনও নাম প্রস্তাব করা হয়নি।
৫৭ বছরের ওম বিড়লা রাজস্থান থেকে তিনবার বিধায়ক হয়েছেন, দুবার সাংসদ হয়েছেন।
সাধারণত অভিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের নামই স্পিকারের চেয়ারের জন্য উঠে আসে। তবে এক-দুই বারের মনোনীত সাংসদরাও যে এই চেয়ারে বসেননি তা নয়। ২০০২ সালে প্রথমবার সাংসদ হয়েই স্পিকার হন মনোহর যোশী।