নয়াদিল্লি: শাহরুখ খানের পর এবার জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মার্কিন অভিবাসন দফতরের তল্লাশির জেরে দু’ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হল তাঁকে। পরে টুইটারে ওমর বলেন, তাঁর গত তিনবারের আমেরিকা সফরে প্রতিবারই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ব্যাপারটা ক্লান্তিকর হয়ে উঠেছে তাঁর কাছে।


এর আগে অগাস্টে, এই ইমিগ্রেশনের চক্করে পড়ে অভিনেতা শাহরুখ খানকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। পরে শাহরুখ জানান, পোকেমন খেলে সময় কাটিয়েছিলেন তিনি।
এদিন অবশ্য ওমর লিখেছেন, তিনি পোকেমন খেলেন না। ফলে ওই দু’ঘণ্টা ক্লান্তিজনক হয়ে উঠেছিল তাঁর কাছে।


প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার আমন্ত্রণ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দেন তিনি। কিন্তু পরে মনে হচ্ছিল, ঘরে থাকলেই বোধহয় ভাল হত।


২১ তারিখ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওমরের বক্তৃতা করার কথা। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও যোগ দেবেন ওই অনুষ্ঠানে। আসার কথা প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফেরও।