শ্রীনগর: জম্মু কাশ্মীরে পিডিপি-বিজেপি ছাড়াছাড়ি একটা চমত্কার সাজানো ম্যাচ! কটাক্ষ করলেন ওমর আবদুল্লা। বলিউডের তুলনা টেনেছেন তিনি।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি)নেতা ট্যুইট করেছেন, পিডিপি, বিজেপি রাজনৈতিক স্ট্র্যাটেজির খোঁজে বলিউডের ছবি দেখছে। এভাবেই ওরা 'বিচ্ছেদ'টা সাজাল। দারুণ চমত্কার সাজানো ম্যাচ একটা। একেবারে নিখুঁত। তবে দর্শকরা কেউ বোকা নন, যেমন নই আমরাও। সঙ্গে ১৯৭৭-এর রাজনৈতিক ব্যাঙ্গাত্মক ছবি 'কিসসা কুরসি কা'-র একটি ক্লিপ শেয়ার করেন তিনি।





রাজ্য বিধানসভা অবিলম্বে ভেঙে দেওয়ার দাবি করেন ওমর। ট্যুইটে লেখেন, কেন বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে না? বিজেপির রামমাধবের কথা মতো সত্যিই যদি ঘোড়া কেনাবেচা, নতুন কোনও জোট গঠনের ব্যাপার না থাকে, তবে বিধানসভা ভেঙে দেওয়া উচিত। বিধানসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে জিইয়ে রাখলে 'দালালরা' উত্সাহ পাবে। মাধব বলেছিলেন, ওমর আবদুল্লার এত ভয় কেন? আমি নিশ্চিত, ওঁর বিধায়করা ওঁর প্রতি অনুগত। আমাদের দিক থেকে ঘোড়া কেনাবেচার কোনও চেষ্টা নেই। ওঁর দলের নেতৃত্বে কী ধরনের ঘোড়া কেনাবেচা হয়েছে জম্মু কাশ্মীরে। কারও ইতিহাসটা ভুলে যাওয়া উচিত নয়।




ওমর ট্যুইটে পাল্টা বলেছেন, নিজের এমএলএ-দের আনুগত্য নিয়ে কোনও সংশয় নেই তাঁর। আমরা সবাই জানি, মুফতি মহম্মদ (প্রাক্তন মুখ্যমন্ত্রী) মারা যাওয়ার পর পিডিপি-তে কী হয়েছে, কী ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে মেহবুবা মুফতির ওপর।