শ্রীনগর: মনোহর পরীর্করের সার্জিক্যাল স্ট্রাইক সংক্রান্ত মন্তব্যের পর কেন্দ্রের কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত পলিসি নিয়ে প্রশ্ন তুললেন ওমর আবদুল্লা। এক টিভি অ্যাঙ্করের 'অপমানজনক প্রশ্নের' ধাক্কায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল হামলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ট্যুইট করেছেন, তাহলে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে কোনও সম্পর্ক নেই উরির। এর পরিকল্পনা করা হয় মন্ত্রীকে 'অপমানজনক প্রশ্ন' করা হয়েছিল বলে! কী বলবেন!




প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী, বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী পরীর্কর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল হানার ১৫ মাস আগে থাকতেই তার ছক তৈরি হয়েছিল বলে জানিয়েছেন।
বলেছেন, মিডিয়ার একটা প্রশ্নে আঁতে ঘা লেগেছিল। কেন্দ্রীয় মন্ত্রী, যিনি আবার প্রাক্তন সমরকর্মী, সেই রাজ্যবর্ধন রাঠোর সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাখ্যা করছিলেন, এক অ্যাঙ্কর তাঁকে প্রশ্ন করেন, পশ্চিম সীমান্তে এমন অভিযান চালানোর সাহস, দক্ষতা কি আপনাদের আছে। কথাটা শুধু শুনি, সময় এলেই জবাবটা দেব ঠিক করি। ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের সূচনা হয়েছিল ২০১৫-র ৯ জুন। ১৫ মাস আগে প্ল্যান করি। বাড়তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়, জোগাড় হয় অস্ত্রশস্ত্র।




ওমরের কটাক্ষ, নিউজ অ্যাঙ্করের প্রশ্নে পাকিস্তানের সঙ্গে আরও বড় ঝামেলা হতে পারত। এমন সিদ্ধান্তে আমাদের নিরাপদ বোধ করা উচিত।