পটনা: সংবিধানের প্রণেতা বি আর অম্বেডকরের জন্মদিবসে বিহারের রাজধানী পটনার একটি পাঁচতারা হোটেলে দলিতদের নিয়ে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন।



তফশিলি জাতি ও উপজাতি আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে দলিত বিক্ষোভে চাপে পড়ে গিয়েছে বিজেপি। দলিতদের সঙ্গে দূরত্ব কমানোর লক্ষ্যে এবারের অম্বেডকর জয়ন্তীতে দলীয় সাংসদ ও বিধায়কদের দলিত অধ্যুষিত অঞ্চলগুলিতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাগুলি শোনা এবং একসঙ্গে খাওয়ার নির্দেশ দিয়েছিল বিজেপি শীর্ষনেতৃত্ব। সেই নির্দেশ মেনেই দলিতদের সঙ্গে দেখা করেন প্রসাদ। পটনার চিমা কোঠি অঞ্চলে একটি কাঠের সেতুর শিলান্যাস করার পাশাপাশি দলিত বস্তিতে গিয়ে অম্বেডকরের ছবিতে মালা দেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিহারের মন্ত্রী নন্দকিশোর যাদব ও দুই বিধায়ক। বিজেপি যুব শাখা মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল। সেখানে অবশ্য ছিলেন না প্রসাদ। তিনি একটি সরকারি কাজে ওই পাঁচতারা হোটেলে চলে যান। পরে সেখানেই তিনি কয়েকজন দলিতের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন।