নয়াদিল্লি:  বিমল গুরুঙ্গ মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভর্ত্সনা সুপ্রিম কোর্টের। শুনানি চলাকালীন চিৎকার করায় তাঁকে তিরস্কার করেন বিচারপতি একে সিকরি।

বিচারপতি বলেন, এইভাবে শুনানি চলাকালীন আপনি বাধা দিতে পারেন না। আজ শুনানি চলাকালীন গুরুঙ্গের আইনজীবী পিএস পাটওয়ালিয়া বরুণ ভূজলের মৃত্যু প্রসঙ্গ তোলেন। পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ায় ওই ঘটনাটিও এই মামলার অন্তর্ভূক্ত করার আবেদন জানান তিনি। ওই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিত্কার করে তাঁকে বাধা দেন। এর পরই তাঁকে তিরস্কার করেন বিচারপতি। পরে এই নিয়ে ক্ষমা চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তারপর আজ শুনানি বন্ধ করে দেন বিচারপতি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।