বেঙ্গালুরু: কাবেরী নদীর জল ইস্যুতে যেভাবে কর্নাটক ও তামিলনাড়ুতে অশান্তি ছড়িয়ে পড়েছে তাতে দুঃখিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের বাসিন্দাকেই সংযম ও সংবেদনশীলতা বজায় রাখার আবেদন করেছেন তিনি। বেঙ্গালুরুজুড়ে ভাঙচুর চালানোর দায়ে ৩০০-র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শান্তি ফিরতে এখনও দূর অস্ত।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, আইন ভেঙে কোনও সমস্যার সমাধান হতে পারে না। গত দুদিনে যেভাবে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু গরিব মানুষ। যা ধ্বংস হয়েছে সবই দেশের সম্পত্তি। শান্তি ও সংবেদনশীলতা বজায় রাখার জন্য দুরাজ্যের মানুষের কাছেই আবেদন করেছেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে কর্নাটক ১০দিনের জন্য কাবেরীর জল ছাড়বে তামিলনাড়ুকে। আর এর প্রতিবাদেই মুখরিত কর্নাটক। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে রাজ্যজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক সম্প্রদায়, আঞ্চলিক দলগুলিও জোরকদমে যোগ দিয়েছে বিক্ষোভে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে অঘোষিত বনধ, প্রচুর পুলিশকর্মী মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। তবে সোমবার যেভাবে বিক্ষোভ চলেছে, তা নজিরবিহীন। বাস, দোকানপাট পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্নাটকের বিক্ষুব্ধ বাসিন্দারা। মাইসোর যাওয়ার একটি হাইওয়েতে তামিলনাড়ুর রেজিস্টার্ড ট্রাক, বাসে যথেচ্ছ আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে বেঙ্গালুরু পুলিশ সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে আবেদন করেছে। তাদের বক্তব্য, হোয়াটসঅ্যাপে যে সব মেসেজ আসছে, সব বিশ্বাস করবেন না। সম্পত্তি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অন্তত ১৫,০০০ পুলিশকর্মী। রয়েছে দাঙ্গাদমনকারী পুলিশ ও আধাসামরিক বাহিনী। তবে মঙ্গলবার ইদের ছুটি থাকায় রাস্তাঘাট বেশিরভাগই এদিন ফাঁকা রয়েছে।
কর্নাটকের অশান্তির জেরে অশান্তি শুরু হয়েছে তামিলনাড়ুতেও। এখটি কর্নাটকের সংস্থার হোটেলে হামলা চলেছে, আক্রান্ত হয়েছে কর্নাটকের নম্বরপ্লেট লাগানো কয়েকটি বাস। তবে তামিলনাড়ুতে কর্মরত কন্নড় ব্যবসায়ীদের জন্য জয়ললিতা সরকার অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছে। একইভাবে কর্নাটকে বসবাসকারী তামিল ব্যবসায়ীদের নিরাপত্তার দিকে নজর রাখতে অনুরোধ করে মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়াকে অনুরোধ করেছেন।
কাবেরী জলবণ্টন: বিক্ষোভকারীদের শান্ত হতে আবেদন প্রধানমন্ত্রীর, অনুরোধ, সংযম বজায় রাখার
ABP Ananda, web desk
Updated at:
13 Sep 2016 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -