সিরসা: প্রথম দিনের পর আজও ডেরা প্রধানের ডেরায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ও জেলা প্রশাসন। গতকালের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার ডিজাইনার পোশাক, ১৫০০ জুতো, নম্বরহীন বিলাসবহুল গাড়ি, ও নগদ টাকা। আজ রাম রহিমের ডেরায় সন্ধান মিলল অবৈধ বিস্ফোরক তৈরির কারখানার।
প্রায় ৮০ কার্টন বিস্ফোরক উদ্ধার হয়েছে ডেরা চত্বর থেকে। সেখানকার এক কর্মীর দাবি, এই সমস্ত বিস্ফোরক বাজি তৈরি করতে ব্যবহার করা হত। কারখানাটি সিল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ফরেন্সিক দলের সদস্যরা গিয়ে বিস্ফোরকগুলো পরীক্ষা করবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়। গতকালের অভিযানে উদ্ধার হওয়া বিশাল অঙ্কের নগদ, বাতিল নোট, হার্ড ডিস্ক এবং বেশ কয়েকটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া দুই নাবালক সহ পাঁচ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল একদল আধিকারিক, পুলিশবাহিনী, আধাসামরিক বাহিনী, ৫০ জন ভিডিওগ্রাফার এবং প্রায় এক ডজন তালা ভাঙার মিস্ত্রি নিয়ে ডেরা ঘাঁটিতে তল্লাশি অভিযান শুরু হয়। বিভিন্ন মেশিন খুঁড়ে দেখা হচ্ছে, কোথাও লুকনো সুড়ঙ্গপথ আছে কিনা।
আদালতের নির্দেশে এই তল্লাশি অভিযান শুরুর আগে বম্ব স্কোয়াড, কম্যান্ডোবাহিনী, অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনীকে সজাগ রাখা হয়েছে। কোনওরকমের অপ্রীতিকর কিছু ঘটলেই যেন তারা সেখানে ঢুকে সাহায্য করতে পারে নিরাপত্তাবাহিনীকে। এছাড়া নিরাপত্তাবাহিনীর সঙ্গে রয়েছে ৭০ প্রত্যক্ষদর্শীও।
ডেরা চত্বরে দ্বিতীয় দিনেও চলছে তল্লাশি, অবৈধ বিস্ফোরক তৈরির কারখানার হদিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2017 11:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -